প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব
রাষ্ট্রপতিকে অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
মঙ্গলবার (২২ অক্টোবর) এক প্রেস কনফারেন্সে এ কথা জানান তিনি।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, “প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির বক্তব্য সম্পর্কে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কথাই সরকারের বক্তব্য। রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।”
এর আগে সচিবালয়ে গণমাধ্যমকে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “গত ৫ আগস্ট রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটা গ্রহণ করেছেন। এখন আড়াই মাস পর বলছেন, তাঁর কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। এমন কথা বলা স্ববিরোধিতা।”
আরও পড়ুন: রাষ্ট্রপতিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম
আসিফ নজরুল দাবি করেন, “তিনি (রাষ্ট্রপতি) মিথ্যাচার করেছেন, যা শপথ ভঙ্গের শামিল। তাঁর বক্তব্যে অটল থাকলে তিনি পদে থাকতে পারেন কিনা তা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত হতে পারে।”
আরও পড়ুন: এ সপ্তাহেই ছাত্রলীগকে নিষিদ্ধের আল্টিমেটাম
আসিফ নজরুলের এমন বক্তব্যের পর বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে এ নিয়ে ব্যাখ্যা দেয় রাষ্ট্রপতির কার্যালয়। ব্যাখ্যায় বলা হয়, “ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতার উপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে সেগুলোর যাবতীয় উত্তর স্পেশাল রেফারেন্স নং-০১/২০২৪ এ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ আগস্টের আদেশে প্রতিফলিত হয়েছে।”
জেবি/এসবি