বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান লিখবো: হাসনাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১৬ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৪
যারা গণঅভ্যুত্থানের পক্ষে, তারা ৭২-এর সংবিধানের পক্ষে থাকতে পারে না। ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান লিখবো উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক যৌথ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক রাখতে চায় ভারত: রাষ্ট্রদূত
আহ্বায়ক হাসনাত বলেন, “ফ্যাসিবাদের পূর্ণাঙ্গ নিরসন হয়নি, অনেক রাজনৈতিক দল চুপ্পুকে রাষ্ট্রপতি হিসেবে এখনও দেখতে চায়৷”
আরও পড়ুন: সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদ ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। ৭২ এর সংবিধান বিলুপ্ত করতে হবে।”
হাসনাত আবদুল্লাহ বলেন, “গণতান্ত্রি কামী রাজনৈতিক দলগুলোর ঐক্য চাচ্ছি আমরা । আমাদের ঘোষিত ৫ দফা গণতন্ত্রকামী বাংলাদেশের জন্য বিপ্লবে পরিণত হবে। ”
জেবি/এসবি