পোস্টাল ব্যালট পাঠানোর সময় পুনর্নির্ধারণ করল নির্বাচন কমিশন

আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহজ করতে পোস্টাল ব্যালট পাঠানোর সময়সীমা আবারও পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছালে তবেই তা গণনায় অন্তর্ভুক্ত হবে। নির্ধারিত সময় অতিক্রম করলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।
বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি জানিয়েছে, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা প্রবাসী ভোটাররা ব্যালট হাতে পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান করে তা নির্দিষ্ট পদ্ধতিতে পাঠাতে হবে। ভোট দেওয়া ব্যালট অবশ্যই হলুদ রঙের নির্ধারিত খামে ভরে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।
বিজ্ঞাপন
কমিশনের স্পষ্ট নির্দেশ— ১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট পৌঁছাতে হবে। সময়সীমা এক মিনিটও পেরিয়ে গেলে সেই ব্যালট আর গণনায় ধরা হবে না।
এর আগে ডাকযোগে বিলম্ব এবং আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থার জটিলতার কথা বিবেচনায় রেখে প্রবাসীদের ২৫ জানুয়ারির মধ্যে ব্যালট পোস্ট করার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক দলগুলোর অনুরোধ ও বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করে এবার সময়সীমা আরও বাড়িয়ে সরাসরি ভোটের দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এতে প্রবাসীদের হাতে আরও বেশি সময় থাকবে বলে মনে করছে নির্বাচন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
ইসি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে সেটির দায়ভার সংশ্লিষ্ট ভোটারকেই বহন করতে হবে। দেরিতে পৌঁছানো কোনো ব্যালট গণনায় ধরা হবে না।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, নিয়ম মেনে দ্রুত ব্যালট পাঠালে বিদেশে থাকা নাগরিকরাও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বিজ্ঞাপন
নতুন এ সময়সূচি প্রবাসী ভোটারদের জন্য স্বস্তি এনে দিলেও সময়মতো ডাকযোগে পাঠানো নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।








