Logo

নিষিদ্ধ ছাত্রলীগের কারণে কমেন্টের ঘর বন্ধ করলেন চমক

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২৪, ০৫:১১
250Shares
নিষিদ্ধ ছাত্রলীগের কারণে কমেন্টের ঘর বন্ধ করলেন চমক
ছবি: সংগৃহীত

এখন ওরা কই ঘেউ ঘেউ করবে

বিজ্ঞাপন

সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপদ্ধতি সংস্কার থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত একাত্মতা পোষণ করেছিলেন ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে প্রায়ই তার রাজনৈতিক দল আওয়ামী লীগ নিয়ে ক্ষোভ প্রকাশ করতেন। এবার আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করায় নিজের সোশ্যাল মিডিয়ার পেজের মন্তব্যের ঘর বন্ধ করলেন এ অভিনেত্রী।

 

এদিকে, নিষিদ্ধ ঘোষণার পর বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনের সামনে জাটিকা মিছিল করে সন্ত্রাসী আইনে নিষিদ্ধ সংগঠনটির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী। এছাড়াও বুধবার (২৩ অক্টোবর) রাত থেকেই দলটির নেতাকর্মীরা ফেসবুকে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন প্রচারণা চালিয়ে যাচ্ছে। আর এসব কারণে বিরক্ত হয়ে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করলেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিনেত্রীর কথায়, ‘দিলাম বন্ধ করে লীগের একমাত্র বিচরণের জায়গা সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশন! এখন ওরা কই ঘেউ ঘেউ করবে! থাক সোনারা মন খারাপ করো না।’

পোস্টে দলটির নেতাকর্মীদের একটি প্রেসক্রিপশনও দিয়েছেন চমক। যেখানে তিনি মানসিক রোগের একটি ওষুধের নামও তুলে ধরেছেন। যা তাদেরকে সকাল ও রাতে খাওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD