বক্স অফিসে ঝড় তুলতে পারে ‘বর্ডার ২’

দীর্ঘ ২৭ বছর পর বড় পর্দায় ফিরছে নব্বইয়ের দশকের আলোচিত যুদ্ধভিত্তিক সিনেমা ‘বর্ডার’-এর সিক্যুয়েল ‘বর্ডার ২’। মুক্তির আগেই ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ও উন্মাদনা বক্স অফিসে বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের ধারণা, মুক্তির পর ব্যবসার নিরিখে অনেক আলোচিত ছবিকেও পেছনে ফেলতে পারে এটি।
বিজ্ঞাপন
বাণিজ্য বিশ্লেষণ সংস্থা ‘একাডেমিক এন্টারটেইনমেন্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, অগ্রিম বুকিংয়েই উল্লেখযোগ্য সাড়া মিলেছে ছবিটির। ভারতের অভ্যন্তরীণ বাজারে ‘ব্লক আসন’সহ প্রাক-মুক্তি পর্যায়েই সিনেমাটি আয় করেছে প্রায় ৫ কোটি ৮৪ লাখ টাকা।
বক্স অফিস বিশেষজ্ঞদের মতে, মুক্তির প্রথম দিনেই ৩৫ থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারে বরুণ ধাওয়ান ও সানি দেওল অভিনীত এই ছবি। ছবিটির দর্শকপ্রিয়তা বজায় থাকলে আজীবন আয় ৭০০ কোটি টাকার ঘরও ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
সাধারণ ২ডি ফরম্যাটের পাশাপাশি আধুনিক ‘ডলবি সিনে’ প্রযুক্তিতে মুক্তি পাচ্ছে ‘বর্ডার ২’, যা দর্শকদের জন্য বাড়তি ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে। তবে সিনেমাটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ১৯৯৭ সালের কালজয়ী ‘বর্ডার’-এর সঙ্গে তুলনার বিষয়টি। অনেকের মতে, দীর্ঘদিন টিকে থাকতে হলে ছবিটিকে সর্বস্তরের দর্শকের আবেগে নাড়া দিতে হবে।
ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া ও মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়লে ছবিটির ব্যবসায়িক সাফল্য আরও ত্বরান্বিত হতে পারে। ইতোমধ্যে প্রকাশিত ট্রেলারে বরুণ ধাওয়ানের তীব্র অ্যাকশন দৃশ্য এবং সানি দেওলের পরিচিত শক্ত সংলাপ দর্শকদের মধ্যে নস্টালজিয়া তৈরি করেছে।
আরও পড়ুন: ‘আমার আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই’
বিজ্ঞাপন
এছাড়া অভিনেতা আহান শেট্টির উপস্থিতিও ছবির প্রতি আগ্রহ বাড়িয়েছে। মুক্তির সময় বক্স অফিসে বড় কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্মাতাদের সামনে বড় সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, যুদ্ধের আবহে নির্মিত এই সিক্যুয়েল শেষ পর্যন্ত বক্স অফিসের হিসাব-নিকাশ কতটা পাল্টে দিতে পারে।








