সড়ক-মহাসড়কে চার ত্রুটি পেল জনপ্রশাসন মন্ত্রণালয়


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২৪


সড়ক-মহাসড়কে চার ত্রুটি পেল জনপ্রশাসন মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব দেশের সড়ক-মহাসড়কগুলোতে ব্যবস্থাপনাগত ৪টি ত্রুটি দেখতে পেয়েছেন। নিরাপদ, যানজটমুক্ত ও গতিশীল যান চলাচল নিশ্চিত করতে এই ত্রুটিগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে দুই সচিবকে চিঠি দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জননিরাপত্তা বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়েছে।


এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সম্প্রতি ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে জাতীয় সড়ক এবং মহাসড়ক দিয়ে যাতায়াতের সময় সিনিয়র সচিবের চোখে সড়ক ও মহাসড়কে বিভিন্ন ব্যবস্থাপনাগত ত্রুটিগুলো পরিলক্ষিত হয়েছে:


আরও পড়ুন: সপ্তাহের ব্যবধানে বাড়ল পেঁয়াজ-আলুর দাম


(১) মহাসড়কে অযান্ত্রিক ও ধীরগতির যান চলাচলের কারণে দূর পাল্লার নিরবচ্ছিন্ন যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।


(২) জাতীয় মহাসড়ক এবং মহাসড়কের বিভিন্ন স্থানে অপরিকল্পিত হাট বাজার এবং অবৈধ বাণিজ্যিক স্থাপনার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে মূল্যবান জ্বালানি অপচয়, যাত্রীদের গন্তব্য পৌঁছাতে অহেতুক বিলম্ব, জরুরি পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টিসহ জরুরি স্বাস্থ্য সেবাও ব্যাহত হচ্ছে।


(৩) নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতের অভাবে বর্ষা মৌসুমসহ দুর্যোগকালীন নিরাপদ ও সুষ্ঠু যান চলাচল ব্যাহত হওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।


(৪) পর্যাপ্ত ট্রাফিক আইন, সাইন পোস্ট, সড়ক মার্কিং, সড়ক বাতি, সড়ক নিরাপত্তা বেষ্টনী ও সকল স্থানে কিলোমিটার পোস্ট না থাকার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে।


আরও পড়ুন: বিসিএসে ৩ বারের বেশি অংশ নেওয়া যাবে না


সড়ক ও মহাসড়কে নির্বিঘ্ন ও নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে সিনিয়র সচিব বিভিন্ন ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


পরামর্শগুলো হলো


(১) প্রতিটি থানার অধিক্ষেত্রে জাতীয় সড়ক ও মহাসড়কে নির্বিঘ্ন ও নিরাপদ যান চলাচল নিশ্চিতকল্পে রোস্টার ডিউটির মাধ্যমে সার্বক্ষণিক ৬ জন পুলিশ/আনসার নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে।


(২) অপরিকল্পিত ও অবৈধ বাণিজ্যিক/আবাসিক স্থাপনা অপসারণে মোবাইল কোর্ট পরিচালনাসহ নিয়মিত উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে হবে। 


(৩) মহাসড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে স্থাপিত সকল ধরনের হাটবাজার অপসারণ করে জনসাধারণের সুবিধার্থে আলাদা স্থানে হাটবাজার স্থাপনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।


আরও পড়ুন: ‘রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত’


(৪) জাতীয় সড়ক ও মহাসড়কে সকল ধরনের অযান্ত্রিক ও ধীরগতির যান চলাচল বন্ধ করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ;


(৫) প্রতিটি যানবাহনে রাত্রিকালীন চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক সতর্কতামূলক ট্রাফিক ইনডিকেটর রয়েছে কি-না তা নিশ্চিতকরণ এবং যানবাহনে কোনো নিষিদ্ধ লাইট সংযোজিত থাকলে সড়ক নিরাপত্তার স্বার্থে তা অপসারণের ব্যবস্থা গ্রহণ করতে হবে: 


(৬) সড়ক ও মহাসড়কে প্রয়োজনীয় ট্রাফিক সাইন, সাইন পোস্ট, সড়ক মার্কিং, সড়ক বাতি, সড়ক নিরাপত্তা বেষ্টনী স্থাপন নিশ্চিতকরণ।


চিঠিতে আরও বলা হয়, এ অবস্থায় জনগণের ভোগান্তি লাঘব, গতিশীল যান চলাচল এবং মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত পর্যবেক্ষণের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


এমএল/