গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা, উত্তরসূরি নিয়ে উদ্বেগ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৪


গুরুতর অসুস্থ ইরানের সর্বোচ্চ নেতা, উত্তরসূরি নিয়ে উদ্বেগ
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (৮৫)। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে তার দ্বিতীয় ছেলে মোজতাবা খামেনিকে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।


মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে উল্লেখ করেছে, খামেনির অসুস্থতার কারণে তার উত্তরসূরি নিয়ে 'নীরব প্রতিযোগিতা' শুরু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, খামেনি মারা গেলে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীও পরবর্তী নেতার বিষয়ে মতামত প্রদান করবে।  


আরও পড়ুন: কংগ্রেস-বিজেপির সংঘর্ষে ১৫ সাংবাদিক আহত 


গেল মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর খামেনির উত্তরসূরি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে এই পদে রয়েছেন আয়াতুল্লাহ খামেনি। 


আরও পড়ুন: দিল্লি'র কোন এলাকায় আছেন শেখ হাসিনা, জানাল ভারতীয় গণমাধ্যম


ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার উত্তরে গত শনিবার ইসরায়েল দেশটির বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এ ঘটনার পরই খামেনির অসুস্থতার খবর প্রকাশিত হলো। শনিবার সকালে ইসরায়েলি যুদ্ধবিমান বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়।  


ইরানের কর্মকর্তারা জানায়, তারা ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়াতে চান না। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল ইরাক ও সিরিয়ার নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপরও হামলা চালিয়েছে।


জেবি/এসবি