Logo

তসলিমা নাসরিন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

profile picture
জনবাণী ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৪, ০৫:২৩
59Shares
তসলিমা নাসরিন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন: প্রধান উপদেষ্টার প্রেস উইং
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে

বিজ্ঞাপন

উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে- নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ছড়ানো মিথ্যে তথ্যের জবাব দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

তসলিমার দাবি, “উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। এমন দাবির প্রেক্ষিতে ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস পেজে বলা হয়, উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তসলিমা নাসরিনের দাবিকে অসত্য উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, “সম্প্রতি বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন টুইটারে (বর্তমান এক্স) একটি পোস্ট করেছেন, যা আমাদের নজরে এসেছে। তিনি এ সপ্তাহের শুরুতে দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দুটি গোষ্ঠীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এ দাবি সত্য নয়।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, “এ দুটি গোষ্ঠীসহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিংশ শতাব্দীর আশির দশকে একজন উদীয়মান কবি হিসেবে সাহিত্যজগতে প্রবেশ করেন তসলিমা নাসরিন। তার রচনা ও ভাষণের মাধ্যমে লিঙ্গসমতা, মুক্তচিন্তা, নাস্তিক্যবাদ এবং ধর্মবিরোধী মতবাদ প্রচার করায় ইসলামপন্থীদের রোষানলে পড়েন ও তাদের নিকট হতে হত্যার হুমকি পেতে থাকায় ১৯৯৪ সালে বাংলাদেশ ত্যাগ করে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করতে বাধ্য হন। তিনি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময় বসবাস করার পর, তিনি ২০০৪ সালে ভারতে চলে আসেন, কিন্তু ২০০৮ সালে তাকে দেশ থেকে নির্বাসিত করা হয়। এরপর তিনি ভারত সরকার কর্তৃক ভারতে অজ্ঞাতবাসে অবস্থানের সুযোগ পান। বর্তমানে তিনি দিল্লিতে বসবাস করছেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD