Logo

পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৪, ০৬:৫৩
177Shares
পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত

পরে কলেজের শিক্ষকরা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক প্রিয়াকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

পরীক্ষা দিতে এসে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া।

রবিবার (২৭ অক্টোবর) বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজ পরীক্ষা শেষে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

এসময় উত্তেজিত জনতা নিষিদ্ধ সংগঠনের এই ছাত্রলীগের নেত্রীকে মারধর করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষ অনার্স পরীক্ষা দিতে আসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ নেত্রী প্রিয়া। এ সময় তাকে পরীক্ষাকেন্দ্রে অন্যান্য পরীক্ষার্থীরা চিনে ফেললে কলেজটিতে হট্টগোল বেধে যায়। পরে কলেজের শিক্ষকরা পুলিশে খবর দিলে তাৎক্ষণিক প্রিয়াকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, “৫ আগস্টের পর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল প্রিয়াকে গ্রেপ্তার দেখিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে।”

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD