Logo

নেশাখোরদের সঙ্গে থেকে প্রচুর গালি শিখেছেন পরীমনি

profile picture
জনবাণী ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৪, ০৭:১১
65Shares
নেশাখোরদের সঙ্গে থেকে প্রচুর গালি শিখেছেন পরীমনি
ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই জেলজীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন পরী

বিজ্ঞাপন

সারা বছরই ব্যক্তিজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় থাকেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। কখনো বিয়ে, কখনো ডিভোর্স, কখনো আবার গণমাধ্যমকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। একবার তো জেলের ঘানিও টেনেছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই জেলজীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন পরী।

ওই অনুষ্ঠানে পরীমনির কাছে জানতে চাওয়া হয় জেলজীবনে কী শিখেছেন? জবাবে পরী বলেন, ‘আমাকে জেলে পাঠানো হয়েছে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে। (সেখানে) আমি প্রচুর গালিগালাজ শিখেছি। ওরা সারাক্ষণ এসবই করত।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেলে থাকার অভিজ্ঞতা বলতে গিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘জেলে গিয়ে দেখেছি প্রতিটি মানুষের আলাদা আলাদা গল্প। এমন অনেকে আছে, যারা ৪০ বারের বেশি জেলে গেছে। পুরো ভিন্ন একটা জগৎ। কেউ কেউ মুখে ব্লেড নিয়ে ঘুরছে। প্রচুর গ্রুপিং হয়, বিচিং হয় সেখানে। জেলে সময় কাটানো খুবই কঠিন। কোনো অ্যাক্টিভিটি নেই তো সেখানে। কতক্ষণ আর গল্প করা যায়! টাইম পাস করার জন্য অনেকে ইচ্ছা করেই ঝগড়া করত। সেসব স্মৃতি লিখে রেখেছি।’

এদিকে পরী প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ‘রঙিলা কিতাব’ নামের সিরিজের এবার মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হয়েছে। অনম বিশ্বাস নির্মিত হইচই অরিজিনাল সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান। অন্যদিকে খুব শিগগিরই ভারতে অভিষেক হতে যাচ্ছে তার। ‘ফেলুবক্সী’ নামে এক সিনেমাতে দেখা যাবে তাকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমাতে অভিষেক হয় পরীমনির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘মা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন পরীমণি।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD