Logo

না ফেরার দেশে ‘ড্যান্সিং হিরো’ ইলিয়াস জাভেদ

profile picture
বিনোদন প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১৩:৪১
না ফেরার দেশে ‘ড্যান্সিং হিরো’ ইলিয়াস জাভেদ
ইলিয়াস জাভেদ । ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের দাপুটে নায়ক ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে ৮২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। প্রিয় এই শিল্পীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে।

১৯৪৪ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ। পরবর্তীতে পরিবারসহ তিনি পাঞ্জাবে বসবাস শুরু করেন। তবে ভাগ্যের টানে শেষ পর্যন্ত ঢাকার চলচ্চিত্র জগতেই নিজের ঠিকানা খুঁজে নেন এই প্রতিভাবান শিল্পী।

বিজ্ঞাপন

১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’–এর মাধ্যমে রুপালি পর্দায় নায়ক হিসেবে তার অভিষেক ঘটে। যদিও শুরুটা ছিল ধীরগতির, কিন্তু খুব দ্রুতই তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হন।

১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘পায়েল’ সিনেমা ইলিয়াস জাভেদের ক্যারিয়ারে এক বড় মোড় এনে দেয়। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। সিনেমাটির সাফল্যের মধ্য দিয়েই তিনি দর্শকদের নজর কাড়েন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রথম সারির নায়ক হিসেবে।

এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসাসফল সিনেমা, দুর্দান্ত নাচ ও অ্যাকশন—সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন ঢালিউডের জনপ্রিয় ‘ড্যান্সিং হিরো’।

বিজ্ঞাপন

সত্তর ও আশির দশকে ইলিয়াস জাভেদ মানেই ছিল পর্দা কাঁপানো নাচ, প্রাণবন্ত উপস্থিতি ও শক্তিশালী অভিনয়। তার নৃত্যভঙ্গি ও স্টাইল সে সময়ের তরুণ প্রজন্মকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। বাংলা চলচ্চিত্রে নাচকে নতুন মাত্রা দেওয়ার ক্ষেত্রে তার অবদান আজও স্মরণীয়।

চলচ্চিত্র জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও আলোচনায় ছিলেন ইলিয়াস জাভেদ। ১৯৮৪ সালে তিনি বিয়ে করেন সে সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ডলি চৌধুরীকে। দু’জনের জুটি ব্যক্তিজীবন ও চলচ্চিত্র অঙ্গনে বেশ আলোচিত ছিল।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে নিভৃতে চিকিৎসা নিচ্ছিলেন এই গুণী শিল্পী। ধীরে ধীরে তিনি আড়ালে চলে গেলেও তার কাজ ও স্মৃতি থেকে কখনো হারিয়ে যাননি।

ইলিয়াস জাভেদের প্রয়াণের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের একটি উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল। তিনি নেই, তবে তার নাচ, অভিনয় ও রুপালি পর্দার উপস্থিতি চিরকাল বেঁচে থাকবে দর্শকদের হৃদয়ে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD