Logo

ডলি মন্ডলের কণ্ঠে আসছে নতুন দুই আধ্যাত্মিক গান

profile picture
বিনোদন প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১১:৫২
ডলি মন্ডলের কণ্ঠে আসছে নতুন দুই আধ্যাত্মিক গান
ছবি: সংগৃহীত

সময়ের জনপ্রিয় বাউল শিল্পী ডলি মন্ডল আবারও নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন। তার কণ্ঠে দুটি নতুন আধ্যাত্মিক ধাঁচের গান শিগগিরই প্রকাশ পাবে। শিল্পী নিজেই জানিয়েছেন, গান দুটি তার নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্ম ‘ডলি মন্ডল অফিসিয়াল’ চ্যানেল থেকে মুক্তি দেওয়া হবে।

বিজ্ঞাপন

নতুন এই দুটি গানের শিরোনাম ‘মানুষ’ ও ‘মুর্শিদ’। গানগুলোর কথা ও সুর করেছেন গীতিকার শেখ সাইফুল্লাহ রুমী। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক সুমন কল্যাণ। সংশ্লিষ্টরা জানান, গান দুটিতে বাউল দর্শনের পাশাপাশি আধুনিক সংগীতের মেলবন্ধন তুলে ধরা হয়েছে।

ডলি মন্ডল মনে করেন, এই গানগুলোর মাধ্যমে শ্রোতারা তাকে নতুন এক রূপে আবিষ্কার করবেন। তার বিশ্বাস, আধ্যাত্মিক ভাবনার সঙ্গে সংগীতের গভীরতা শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।

বিজ্ঞাপন

গীতিকার শেখ সাইফুল্লাহ রুমী বলেন, ডলি মন্ডল অত্যন্ত যত্ন নিয়ে গানগুলো গেয়েছেন। তার কণ্ঠে সুর ও ভাবনার সুন্দর সমন্বয় ঘটেছে। তিনি আরও বলেন, সুমন কল্যাণের সংগীতায়োজনে গানগুলো নতুন প্রাণ পেয়েছে এবং শ্রোতারা এগুলো উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন।

সংগীত পরিচালক সুমন কল্যাণ বলেন, গানের কথা, সুর ও ডলি মন্ডলের গায়কী—সব মিলিয়ে কাজটি তার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। তিনি জানান, আধ্যাত্মিক ও বাউল ঘরানার গানের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে এবং সেই অনুভূতি থেকেই ডলি মন্ডলকে নতুনভাবে শ্রোতাদের সামনে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন

শিগগিরই গান দুটি প্রকাশের মাধ্যমে বাউলসংগীতপ্রেমীদের জন্য নতুন সংগীত উপহার আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD