Logo

‘বিগ বস’ খ্যাত ফারহানা ভাটকে ঘিরে বিতর্ক, সাবেক কর্মীর গুরুতর অভিযোগ

profile picture
বিনোদন প্রতিবেদক
২১ জানুয়ারি, ২০২৬, ১২:০৯
‘বিগ বস’ খ্যাত ফারহানা ভাটকে ঘিরে বিতর্ক, সাবেক কর্মীর গুরুতর অভিযোগ
ছবি: সংগৃহীত

‘বিগ বস ১৯’-এর রানার-আপ ও জনপ্রিয় মডেল ফারহানা ভাটকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এক সাবেক কর্মী পারিশ্রমিক বকেয়া ও পেশাদার আচরণের অভাবের অভিযোগ তুলে প্রকাশ্যে এসেছেন। যশ নামের ওই ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিযোগ তুলে ধরে বিষয়টি আলোচনায় আনেন।

বিজ্ঞাপন

যশের দাবি, একটি পিআর ফার্মের মাধ্যমে তাকে ফারহানা ভাটের অফিসিয়াল টুইটার (বর্তমানে এক্স) ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি জানান, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি ফারহানার সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার হাত ধরেই নিয়মিত পোস্ট ও টুইট করা হতো।

অভিযোগে বলা হয়, দীর্ঘ সময় কাজ করার পরও তার প্রাপ্য পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। একাধিকবার যোগাযোগ করা হলেও সংশ্লিষ্ট পিআর টিমের কাছ থেকে কোনো সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

যশ বলেন, “আমি দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করেছি। অতিরিক্ত কাজের চাপে শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছিলাম। বারবার ফলোআপ করেও টাকা না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়েই বিষয়টি প্রকাশ্যে আনতে হয়েছে।”

তিনি আরও দাবি করেন, এ ধরনের আচরণ শুধু তার সঙ্গেই নয়; আরও কয়েকজন নির্মাতা ও সংশ্লিষ্ট কর্মীর সঙ্গেও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। বকেয়া পারিশ্রমিক না পাওয়ায় অনেকে আর্থিক সংকটে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে অভিযোগ প্রকাশের সঙ্গে সঙ্গে যশের ফাঁস করা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওই ভিডিওগুলোর একটিতে ফারহানা ভাটকে ‘বিগ বস’-এর ক্রিয়েটিভ টিমের কয়েকজন সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় বলে দাবি করা হচ্ছে। এরপর থেকেই নেটদুনিয়ায় শোতে তার সাফল্য ও ব্যক্তিগত যোগাযোগ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিজ্ঞাপন

তবে এসব অভিযোগ ও ভিডিওর বিষয়ে এখনো পর্যন্ত ফারহানা ভাট কিংবা সংশ্লিষ্ট পিআর টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চললেও অভিযোগগুলোর সত্যতা যাচাই এখনো হয়নি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD