সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে সিআইডির তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০০ পিএম, ৩১শে অক্টোবর ২০২৪

বিশ্বের বিভিন্ন দেশে অর্থপাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উৎস হতে প্রাপ্ত তথ্য ও অভিযোগের ভিত্তিতে এ তদন্ত শুরু করেছেন তারা। সাইফুজ্জামান ও তার ‘স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুরে অর্থ পাচারের’ অভিযোগে খতিয়ে দেখতেই এ তদন্ত বলে জানিয়েছে সিআইডি।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বিদায়ী সাক্ষাৎ
এ বছরের শুরুতে বাংলাদেশের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ভূমিমন্ত্রী নিজে এবং তার স্ত্রী মিলে বিদেশি ৬টি কোম্পানি পরিচালনা করছেন যেগুলোর মূল্য ১৬ কোটি পাউন্ড বা দুই হাজার ৩১২ কোটি টাকা।
আরও পড়ুন: রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের প্রয়োজন নেই: বদিউল আলম
সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে সাইফুজ্জামান চৌধুরীর নামে অন্তত ছয়টি কোম্পানি পাওয়া যায় যার সবগুলোই আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত।
অবশ্য এক প্রেস কনফারেন্সে তিনি দাবি করেন যে, তিনি বেআইনি পন্থায় বিদেশে টাকা নেননি।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

দীর্ঘ সময় ক্ষমতায় থাকাই কাল হলো অন্তর্বর্তী সরকারের: মোস্তফা ফিরোজ

জাতীয় নির্বাচন নিয়ে বিবৃতিতে দিয়েছে অন্তর্বর্তী সরকার

মেরুন রঙের টি-শার্ট পরা যুবক পুলিশ কনস্টেবল: প্রেস সচিব

আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে নির্বাচন: প্রেস সচিব
