রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল চার বসতবাড়িসহ ৮ দোকান

ক্যাম্পে চায়ের দোকান থেকে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে গেছে
বিজ্ঞাপন
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে চার বসতবাড়িসহ পুড়ে গেছে ৮টি দোকান।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে ক্যাম্পে এই অগ্নিকান্ডের ঘটে।
বিজ্ঞাপন
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান বলেন, ক্যাম্পে চায়ের দোকান থেকে আগুন লেগে কয়েকটি দোকান পুড়ে গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
ক্যাম্পের বাসিন্দা মো. জাফর আলম বলেন, ক্যাম্পে বি-ব্লকের বাসিন্দা জালালের দোকানে হঠাৎ আগুন লাগে। এতে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এরপরও দোকান ও বসতঘর পুড়ে গেছে ৮টি।
বিজ্ঞাপন
নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে মাঝি মো. মোস্তফা বলেন, আমরার ব্লকে চায়ের দোকান থেকে আগুনের সুত্র পাত হয়। এতে চারটি বসতবাড়িসহ আগুনে পুড়ে গেছে ৮টি ব্যবসা প্রতিষ্টান। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
বিজ্ঞাপন
এমএল/