প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ফিরেছে বিদ্যুৎ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৬ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪
দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুৎ ফিরেছে। ফলে দ্বীপের হাজারো মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।
এর আগে শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা থেকে বিদ্যুৎহীন হয়ে পরে সেন্টমার্টিনবাসী।
সেন্টমার্টিনে বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড জানিয়েছে, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুতের এমন পরিস্থিতি ছিল। এখন ঠিক হয়ে গেছে।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল চার বসতবাড়িসহ ৮ দোকান
এ বিষয়ে সংস্থা ব্লু-মেরিন এনার্জি লিমিটেড ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম বলেন, সফটওয়্যারের সার্ভারে সমস্যা কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন সবাই বিদ্যুৎ পাচ্ছে। '
জানতে চাইলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, 'একদিন পর দ্বীপবাসী বিদুৎ পেয়েছে। মূলত দ্বীপে যে প্রতিষ্টান বিদুৎ সরবরাহ তাদের সফটওয়্যারের সমস্যার কারনে বিদুৎ বন্ধ ছিল, এখন পাওয়া যাচ্ছে বিদ্যুৎ।
দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ বলেন, 'বন্ধ থাকার পর দ্বীপে বিদ্যুৎ ফিরেছে। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ ছিল না।
আরও পড়ুন: ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য রাঙ্গামাটি ভ্রমণের দুয়ার খোলা
এদিকে শুক্রবার ব্লু-মেরিন এনার্জি লিমিটেড থেকে এক বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, বাংলাদেশে স্কুব টেকনোলজি লিমিটেড নিয়ন্ত্রিত সোলার প্রজেক্টগুলোর টোকেন রিচার্জ সফটওয়্যার সার্ভারে সমস্যা দেখা দেয়। যার কারণে রিচার্জ দেওয়া সম্ভব হচ্ছে না। চীন ও বাংলাদেশের সফটওয়্যার প্রোগ্রামার যৌথভাবে সমস্যা নিরসনে চেষ্টা করে যাচ্ছে। সাময়িক এ সমস্যার জন্য তারা দুঃখ প্রকাশও করেছিল।
এমএল/