দর্শনায় সাবেক কাউন্সিলরের উপর হামলার ঘটনায় গ্রেফতার রাশেদ

এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় শৈল মারির মাঠে
বিজ্ঞাপন
দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর আশুর উদ্দীন আশুকে কুপিয়ে জখম করা মামলায় প্রধান আসামী রাশেদকে (৪০) গ্রেফতার করেছে।
গেফতারকৃত রাশেদ দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সানিরুলের ছেলে। শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালায় দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায় শৈল মারির মাঠে। সে সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্ল্যেখ্য গত ২২ অক্টোবর রাত ৮ টার দিকে দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের পাশে জনৈক ওসমান (৩২) এর মুদি দোকানের সামনে সাবেক কাউন্সিলর আগুরদ্দিন আশুকে কুপিয়ে জখম করে পালসার মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
এ ঘটনায় ফরমান আলী বাদি হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৭/৮ অজ্ঞাত আসামী করে দর্শনা থানায় মামলা দায়ের করে যার মামলা নং ১৯। শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে প্রধান আসামী রাশেদ ধারালো হাসুয়া দিয়ে চান্দুকে (৫০) তাড়া করে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পরে চান্দু দৌড়ে পালিয়ে গেলে প্রানে বেঁচে যায়। তার কিছুক্ষণ পর শুরু হয় দুপক্ষের মহড়া। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে পুলিশ দেখে মোটরসাইকেল ফেলে রাশেদ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনার জের ধরে দর্শনা থানা পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রধান আসামী রাশেদকে গ্রেফতার করে।
এমএল/