ধামরাইয়ে আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল

ধামরাইয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল
বিজ্ঞাপন
ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: ধামরাইয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে
বিজ্ঞাপন
রবিবার (১০ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ধামরাই বাজার এলাকায় ও ঢাকা আরিচা মহাসড়কে পৃথকভাবে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ডে ও নৈরাজ্যে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে।
বিজ্ঞাপন
এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সিনি: সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাধারন সম্পাদক আশিকুজ্জামান স্বপন, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী প্রমুখ।
বিজ্ঞাপন
এসডি/








