উজিরপুরে ইঁদুর দমন অভিযান উপলক্ষে আলোচনা সভা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৪
মো:এমদাদুল কাসেম সেন্টু: বরিশালের উজিরপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ইঁদুর দমন অভিযান উপলক্ষে ব্যপক আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা'র সভাপতিত্ব ও উপজেলা কৃষিবিদ মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস।
আওে পড়ুন: পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮
বক্তৃতা করেন উপজেলা কৃষক দলের আহবায়ক ফায়জুল হক রাড়ী, কৃষক মাকসুদা বেগম।
উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ।
আরও পড়ুন: সোহেল তাজকে প্রধান উপদেষ্টার ফোন
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র,শিক্ষক, কৃষকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। আলোচনা সভায় "ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইদুঁর দমনে সহযোগিতা চাই" এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের সভাপতি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা ও উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস বিভিন্ন দিক নিদর্শনা মূলক আলোচনা করেন।
আরএক্স/