চাঁদপুর পৌরসভার অবৈধ দোকান উচ্ছেদ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৪
চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার ও যোর পুকুর পাড়ে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
আরও পাড়ুন: চাঁদপুরে পদ্মা-মেঘনায় অভয়াশ্রম এলাকায় অভিযানে ৩৭২ জেলে গ্রেফতার
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, পৌর প্রশাসক গোলাম জাকারিয়া।
অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌর সচিব আবুল কালাম ভূইয়া, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার,বাজার পরিদর্শক শাহজাহান মাঝী, বাজার আদায়কারি এমদাদ হোসেন মিলন, তৌহিদুল ইসলাম মিলনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আরও পুড়ুন: চাঁদপুরে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুর পৌরসভার বিপনীবাগ বাজারে এ পর্যন্ত প্রায় ৩০ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও শহরের অনন্য স্থানে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
এ সময় প্রায় অর্ধশত দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।