চাঁদপুর পৌরসভার অবৈধ দোকান উচ্ছেদ

চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার ও যোর পুকুর পাড়ে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞাপন
চাঁদপুর শহরের বিপনীবাগ বাজার ও যোর পুকুর পাড়ে অবৈধ ভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, পৌর প্রশাসক গোলাম জাকারিয়া।
বিজ্ঞাপন
অভিযানে আরও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্লাহ, পৌর সচিব আবুল কালাম ভূইয়া, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার,বাজার পরিদর্শক শাহজাহান মাঝী, বাজার আদায়কারি এমদাদ হোসেন মিলন, তৌহিদুল ইসলাম মিলনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিজ্ঞাপন
নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ বলেন, চাঁদপুর পৌরসভার বিপনীবাগ বাজারে এ পর্যন্ত প্রায় ৩০ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও শহরের অনন্য স্থানে অবৈধ ভাবে গড়ে উঠা দোকানগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
বিজ্ঞাপন
এ সময় প্রায় অর্ধশত দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।