নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪


নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
ফাইল ছবি।

অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে আরো চার কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২১ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 


চার কমিশনার হিসেবে যারা নিয়োগ পেয়েছেন তারা হলেন, সাবেক অতিরিক্ত সচিব মো.আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।


আরএক্স/