অংশীজনের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মতবিনিময় সভা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪
নাশিদ আহমেদ তুষার: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ উত্তর বিভাগের আয়োজনে মহানগীর সদর থানা এলাকার জয়দেবপুর বাস স্ট্যান্ডে ২৬ নং ওয়ার্ডে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড.মোঃ নাজমুল করিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন সমস্যা এবং সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন। প্রধান অতিথি উনার বক্তব্যে মাদক, ছিনতাই নির্মূল ও যানজট নিরসনের জন্য সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান।
উক্ত সভায় জিএমপি'র উপ-পুলিশ কমিশনার অপরাধ উত্তর বিভাগের রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহীম খান,পিপিএম পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ,সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ, ২৬ নং ওয়ার্ড এলাকাসহ জয়দেবপুর কেন্দ্রিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএক্স/