জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলেই ব্যবস্থা নিতে হবে: জামায়াত আমির


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪


জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলেই ব্যবস্থা নিতে হবে: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

দল মত ভিন্নতা থাকবে কিন্তু জাতীয় স্বার্থে সবাই যেন এক থাকতে পারি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।


এ সময় জামায়াত আমির বলেন, দল-মত-ধর্ম ভিন্নতা থাকতেই পারে, কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি। জাতীয় ঐক্যের ব্যাপারে বিএনপিসহ সবাই একমত।


আরও পড়ুন: দেশ স্বৈরাচারমুক্ত, এখন গড়ার সময়: তারেক রহমান


তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা যারা নষ্ট করবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছে।


এ ছাড়া বৈঠকে জাতীয় নির্বাচন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ কীভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানান জামায়াতের আমীর।


এ সময় ন্যূনতম সংস্কার দ্রুত করে জাতীয় নির্বাচন দেওয়া উচিত বলেও জানান তিনি।


এর আগে, বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ড. ইউনূসের সঙ্গে দেখা করতে যমুনায় যান বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।


আরও পড়ুন: দেশের চলমান পরিস্থিতি নিয়ে তারেক রহমানের বিবৃতি


বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যেন বিভাজন তৈরি না হয়। চলমান সংকট নিরসনে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য। আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।


তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টাকে জনগণের দুর্ভোগের কথাও জানিয়েছি। বিশেষ করে দ্রব্যমূল্যের বিষয়টিও তুলে ধরেছি। যাতে করে তারা দ্রব্যমূল্য কমানোর জন্য কাজ করেন। টিসিবির ট্রাকগুলোকে বাড়ানোর জন্য বলেছি।


বিএনপির এই নেতা বলেন, সংস্কারগুলোকে সম্পূর্ণ করে যতদ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য ড. ইউনূসকে বলেছি। বর্তমানে একটি রোডম্যাপ অত্যন্ত জরুরি। এই কথাগুলোই আমরা তাদেরকে বলেছি।


এমএল/