সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার: বিসিবি সভাপতি


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৪


সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার: বিসিবি সভাপতি
ফাইল ছবি।

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, সাকিব এখনো আমাদের লিস্টে আছে। আশা করি যে ও যেভাবে চাচ্ছে এটাকে যদি সমাধান হয়। এটা অবশ্যই আমি মনে করি সাকিব এখনো ক্ষমতা রাখে জাতীয় দলে খেলার।’


রবিবার (১ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব প্রসঙ্গে এসব কথা বলেন  বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 


আরও পড়ুন: ওমরাহ পালনে সৌদি আরবে সাকিব 


সাকিব না থাকলে বিপিএলে গ্ল্যামার কমবে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, 'সাকিব আল হাসানের বিষয়টা আমি খুব বেশি উত্তর দিতে পারি না। আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আমি বিব্রত না। আমি চাই সাকিব আল হাসান খেলুক, কিন্তু ওর যে ব্যাপারটা পুরোপুরি আসলে...ও যে কারণে দেশে আসতে পারছে না। এটার সাথে ক্রিকেট বোর্ড কোনোভাবেই সম্পৃক্ত না। এর উত্তর দেওয়া আমার পক্ষে সহজ না। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী তারা যেখানে আছেন তাদের এই ব্যাপারটা মীমাংসা করতে হবে।'


আরও পড়ুন: ধবলধোলাইয়ের পর বিশেষ ক্ষমতা হারাচ্ছেন গম্ভীর!


আরও বলেন, ‘একটা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা আর দেশের হয়ে খেলা এক জিনিস নয়। আমার মনে হয় খুব একটা মানসিকভাবে প্রস্তুত নয় সাকিব, দেশের হয়ে খেলার জন্য।’


আরএক্স/