সদরপুরে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় মানববন্ধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৪


সদরপুরে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় মানববন্ধন
ছবি: প্রতিনিধি

ফরিদপুরে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় মানববন্ধন।


বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে (ইউএনও) আল মামুনের বিরুদ্ধে  মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে প্রত্যাহারের বিরুদ্ধে মানববন্ধন করেছে সদরপুর উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তা ও কর্মচারীরা। অপরদিকে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বকর্মস্থলে বহাল রাখার দাবীতে সকাল ৯টায় সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ সদরপুর শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।


আরও পড়ুন: সদরপুরে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১


সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন এর সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী আবদুল মমিন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনসহ উপজেলার অর্ধশতাধিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেয়। উপজেলা পরিষদ ভবনের সামনে কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বক্তব্যেতে বলেন,  ইউএনও আল মামুন এর বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ দ্রুত প্রত্যাহার করে তাকে নিজ-কর্মস্থলে পুনর্বহাল রাখা হোক।  


অপরদিকে  সকাল ৯টায়  সদরপুর উপজেলা বিএনপি ও জামায়াত ইসলামী নেতৃবৃন্দ (ইউএনও) আল মামুনের পক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে দলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক বিএনপির সভাপতি গোলাম রব্বানী, যুগ্ন-আহবায়ক বাহালুল মাতুব্বর, কে,এম আবু সাইদ, মোতালেব হোসেন, বাংলাদেশ জামায়েত ইসলামি সদরপুর শাখার আমির মো. দেলোয়ার হোসেন, যুবদলের প্রস্তাবিত আহবায়ক মো. বিল্লাল হোসেনসহ আরও অনেকে। 



উল্লেখ্য, বুধবার ১১ই ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানাযায়, আওয়ামীলীগ ফিরে আসবে এমন মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুনকে তাৎক্ষণিক মৌখিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


 ওই সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান, জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় বক্তব্য দেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। অনুষ্ঠানে আমি বক্তব্য রাখি। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে বলা হয়েছিল, দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। আনিসুর রহমান আরও বলেন, ইউএনও তাকে ডেকে নিয়ে কথা বলেন। ওই সময় তিনি তাঁর অঙ্গ ভঙ্গিতে এবং তাদের ছলে কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামীলীগ উইল বি কাম ব্যাক, টুডে অর  টুমোরো (আওয়ামীলীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)। ফরিদপুর ওই সভায় তাঁর এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কথা বলা শুরু করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন।


আরও পড়ুন: সদরপুরে স্কুলের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


এ ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন জানান, আমি কখনোই এ ধরনের কথা বলিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।


এসডি/