সদরপুরে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

সদরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে আশরাফুল আলম আশিক (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
ফরিদপুরের সদরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে আশরাফুল আলম আশিক (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ফরিদপুর-পিয়াজখালী আঞ্চলিক সড়কের উপজেলা সদরে ২নং উপজেলা পরিষদ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলটি ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও চা দোকানী মো. বলাই হোসেন বলেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় আশংঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নিহত আশরাফুল আলম আশিক সদরপুর ইউনিয়নের দশহাজার গ্রামের ফজলুর রশিদের ছেলে। তিনি বিবাহিত তার ৩বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসডি/
বিজ্ঞাপন