শিবচরে কারিগরি শিক্ষার গুরুত্ব ও সম্ভবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৩৬ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৪


শিবচরে কারিগরি শিক্ষার গুরুত্ব ও সম্ভবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে কারিগরি শিক্ষার গুরুত্ব ও সম্ভবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে 

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে শিবচরের এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের আয়োজনে ও কেন্দ্রের সেমিনার কক্ষে  সেমিনারটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: শিবচরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ


শিবচর এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের জেনারেল ম্যানেজার (উপ পরিচালক) ফয়জুল বারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) সমির মল্লিক।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রতিষ্ঠান) মো. শহীদুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত সহকারী পরিচালক (অর্থ) মো. আসাফুদ্দৌলাহ।


অনুষ্ঠানে বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব, প্রশিক্ষন কেন্দ্রের আরো বিভিন্ন প্রশিক্ষন চালুর পাশাপাশি, ছেলে মেয়েদের বিভিন্ন প্রশিক্ষন ও এর ভবিষ্যত নিয়ে আলোচনা করেন।



এসডি/