গণতন্ত্রকে পূর্ণরূপ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৬ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৪
দেশে গণতন্ত্রকে পূর্ণরূপ না দেওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে পরিপূর্ণ রূপ না দেওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে। যে কারণে বাংলাদেশ আজ স্বাধীন সে ইতিহাস যাতে কেউ বিকৃত করতে না পারে, সেদিকে সবাইকে বেশ সজাগ থাকতে হবে।
আরও পড়ুন: তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা
স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এ এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছে পুরো জাতি। এমন কোনো কথা বলা যাবে না, যাতে করে নিজেদেরই ক্ষতি হয়।
এরপর অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। প্রতিটি মুহূর্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। এখন কথা বলার সময় মেপে বলা দরকার।
তিনি বলেন, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) একজন উপদেষ্টা মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। এই বক্তব্য মারাত্মক। সবাই বিশেষ করে বিএনপি এই সরকারকে সম্পন্ন সমর্থন করছে। কেননা তারা তাদের কাজ শেষ করে নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দেবে। তাই উপদেষ্টার সেই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বক্তব্য প্রত্যাহারের দাবিও জানাচ্ছি।
আরও পড়ুন: আ. লীগের রাজনৈতিক মৃত্যু হলেও চরিত্র বদলায়নি: ডা. শফিকুর রহমান
অলৌকিক কী শক্তি পেলো, যে দুমাসে তারা সরকারকে ফেলে দিলো! কারণ তাদের লেখনি। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছে, সবাই ঐক্যবদ্ধ ছিল।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব অ্যাক্টিভ। পতিত সরকার আবার ক্ষমতা দখলের জন্য ফিরে আসতে পারে। তাই এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অ্যাক্টিভ হতে হবে, যেন তারা আর ফিরে আসতে না পারে। মিডিয়ার মাধ্যমে আমাদের বেশি অ্যাক্টিভ হতে হবে।
এমএল/