Logo

গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: আদিলুর রহমান খান

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৪, ০১:০০
27Shares
গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না: আদিলুর রহমান খান
ছবি: সংগৃহীত

বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলমান রয়েছে

বিজ্ঞাপন

গ্যাস সংকটের উন্নতি হলে সারের ঘাটতি থাকবে না বলে জানিয়ছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় আদিলুর রহমান খান বলেন, দেশে গত সাড়ে পনেরো বছরে গ্যাস কূপ খনন করা হয়নি। বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) বসিয়ে রাখা হয়েছিল। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলমান রয়েছে।

সার উৎপাদন আগামীতে বাড়বে জানিয়ে শিল্প উপদেষ্টা বলেন, দেশ বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। দেশে সারের ঘাটতি মেটানোর সব্বোর্চ চেষ্টা চলছে। তবে, লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন প্রতিবন্ধকতাও রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে দুর্নীতি হয়েছে। সেগুলো নিরসনের চেষ্টা চলছে।

এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD