ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারের বিরুদ্ধে হিন্দু ভাইদের এগিয়ে আসতে হবে: এম নাসের রহমান
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, ‘ভারতের অনলাইনে পত্রপত্রিকায় নিউজ বের হয়েছে। বাংলাদেশে বহু হিন্দুদের মারা হচ্ছে। কিন্তু রাজনগরের কুশিয়ারা নদীর পাড় থেকে থেকে দক্ষিণে কামারচাক পর্যন্ত হাজার হাজার হিন্দু পরিবার বসবাস করছে, কোথাওকি কোন হিন্দু পরিবারের ভাইদের বাড়িতে হামলা হয়েছে? কোন মন্দিরে কি হামলা বা আক্রমন হয়েছে ? এই অপপ্রচার ভারতের মিডিয়াগুলো করছে এদের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীসহ দেশের মানুষদের রুখে দাঁডাতে হবে। দলের সর্বস্থরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এর জবাব দিতে হবে।’
আরও পড়ুন: মৌলভীবাজার কমলগঞ্জে মজিদ বক্স লাউ চাষে স্বাবলম্বী
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে রাজনগর সরকারী কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজেনে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন । তিনি আরো বলেন, ‘বাংলাদেশের হিন্দু ভাইয়েরা যেভাবে শান্তিতে বসবাস করছে। ভালো আছে অথচ এই ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারের বিরুদ্ধে হিন্দু ভাইদের এগিয়ে আসতে হবে। কারণ আমরা মুসলমানরা এর জবাব দিলেও তারা বিশ্বাস করবে না। কিন্তু হিন্দু ভাইয়েরা যদি বলে আমাদের বাড়িতে বা মন্দিরে কোন আক্রমন বা হামলা হয়নি-এগুলো সব মিথ্যাচার। এসমস্থ মিথ্যাচার আমাদের বিরুদ্ধে আমাদের দেশের বিরুদ্ধে ভারতের মিডিয়াগুলো করছে তাহলে অন্যরা বিশ্বাস করবে। এসব মিথ্যাচার পতিত হাসিনা ও তার দোসরা দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।’
জেলা বিএনপির আহবায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক, এমএ মুকিত, মোহম্মদ হেলু মিয়া, আশিক মোর্শারফ, ফখরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: মৌলভীবাজারে উৎসবমূখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
এছাড়াও রাজনগর উপজেলা বিএনপি’র কর্মীসমাবেশ জনসমাবেশে পরিণত হয় বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসডি/