পূর্ব তিমুরের সঙ্গে দুই বিষয়ে সমঝোতা স্মারক সই
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪
পূর্ব তিমুরের সঙ্গে কূটনৈতিক এবং সরকারি বা অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতিসহ দুই বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।
রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যু একটি বড় ধরনের সমস্যা: ড. মুহাম্মদ ইউনূস
এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন: সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন: জনপ্রশাসন সচিব
এ সময় হোর্তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। হোর্তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসেছে।
এমএল/