ছেলেকে নিয়ে বিজয়ের সাজে শবনম বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৪
বাঙালিদের গৌরবের দিন, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ ও জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় দিবস উপযাপনের ছবি শেয়ার করেছেন।
আরও পড়ুন: অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ের ফটোশুট, যা বললেন বুবলী
জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী বিজয় দিবস উপযাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ততদের মাঝে শেয়ার করেছেন। সেখানে দেখা যায় বিজয়ের সাজে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ফটোশুট করেছেন।
সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি।’ ছবিতে দেখা যায়, খোলা আকাশের নিচে লাল সবুজ পতাকা হাতে ছেলে শেহজাদ খানের পাশে রয়েছেন বুবলী।
কমেন্ট বক্সে তার ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন। মারফুল আলম নামে এক ভক্ত লিখেছেন, ‘অসাধারণ, বিজয় দিবসের শুভেচ্ছা রইলো, সবাই কে আমন্ত্রণ রইলো।’ আরেকজনের ভাষ্য, ‘মা ও ছেলেকে বিজয দিবসের গুভেচ্ছা দুজনকে খুব সুন্দর লাগতেছে।’
আরও পড়ুন: নেতিবাচক চরিত্রে শবনম বুবলী
উল্লেখ্য, অভিনেত্রী শবনম বুবলীর কর্মজীবন শুরু হয় সংবাদ পাঠ দিয়ে। তিনি বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এ ২০১৩ সালে সংবাদ পাঠ শুরু করেন।
এরপর ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রের পরিচালক শামীম আহমেদ রনি তাকে এই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি সম্মত হন। অপু বিশ্বাসকে এই চরিত্রের জন্য নির্বাচন করা হয়েছিল। পরে অপু বিশ্বাস নিজেকে এই চলচ্চিত্র থেকে সরিয়ে নিলে তার স্থানে বুবলীকে নির্বাচন করা হয়।
এসডি/