Logo

অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ের ফটোশুট, যা বললেন বুবলী

profile picture
জনবাণী ডেস্ক
১২ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৬
71Shares
অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ের ফটোশুট, যা বললেন বুবলী
ছবি: সংগৃহীত

ছবিতে এই দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে

বিজ্ঞাপন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর নতুন বৌয়ের সাজে দেখা মিলল। না, নতুন করে বিয়ের পিঁড়িতে বসছেন না এই অভিনেত্রী। সম্প্রতি এক ওয়েডিং ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই তোলা কিছু ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

জানা গেছে, কোরিওগ্রাফার গৌতম সাহার কোরিওগ্রাফিতে নববধুর সাঁঝে সেজেছেন শবনব বুবলী। সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান। ছবিতে এই দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে। 

বিজ্ঞাপন

তবে মডেলের সঙ্গে বুবলীর বয়সের পার্থক্যটা স্পষ্টই বোঝা যাচ্ছে। যে কারণে তাদের ফটোশুট নিয়ে আলাদা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ ভক্তমহলে। অনেকেই আবার চিত্রনায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দীকে ‘অসম’ জুটি হিসেবেও দেখছেন। 

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে মখ খুলেছেন বুবলী। তিনি বললেন, এমন একটা আলোচনার সৃষ্টি হতে পারে সেটা তারা পূর্বেই অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের বধুসাঁঝে ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন। 

বিজ্ঞাপন

অভিনেত্রী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সে বিষয় নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এই ছবি নিয়ে আলোচনা হবে। এটাকে কেউ পজেটিভলি নিবে, আবার কেউ বিষয়টা ভিন্নভাবেও দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা আলোচনা করছে।’

বিজ্ঞাপন

অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে...সেই আমরা যদি কিছু ভিন্নতা যদি না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে কোথা থেকে।’

বিজ্ঞাপন

এদিকে বুবলীর সঙ্গে ফটোশুটে কাজ করে বেশ সন্তুষ্ট গৌতম সাহা। তিনি বললেন, ‘বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ এবং মেহেদী। সে খুবই আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মতো কাজের সেটে চলে আসে। ওর সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে।’

বিজ্ঞাপন

তবে এবারই প্রথম নয়, এই কোরিওগ্রাফারের সঙ্গে আগেও কাজ করেছেন শবনম বুবলী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বুবলী অনেক লক্ষ্মী একটি মেয়ে। কাজ ছাড়া সে কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খেতে বসে না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি একটা বিউটি পার্লারের ফটোশুট কিছু করেছি ওকে নিয়ে।’

প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী শবনম বুবলী। শিগগিরই তাকে এম রাহিমের ‘জংলি’ সিনেমায় দেখা যাবে। যেখানে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক সিয়াম আহমেদকে। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD