পুকুর পাড়ে মিষ্টি হাসিতে নজর কাড়লেন পূর্ণিমা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪
ঢালিউডের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। ৯০ দশক থেকে শুরু করে এখনও অবধি ভক্তদের মাঝে দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি তার।
আরও পড়নু: ছেলেকে নিয়ে বিজয়ের সাজে শবনম বুবলী
অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, পুকুর পাড়ে মিষ্টি হাসিতে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। ছবি শেয়ার করে নায়কা ক্যাপশনে লিখেছেন, ‘সুখী হওয়ার অনেক সুন্দর কারণ আছে।’
ছবিতে দেখা যায়, পুকুর পাড়ের সিঁড়িতে বসে আছেন তিনি। খোলা চুলে, মিষ্টি হাসিতে যেন পূর্ণিমাকে আরও আকর্ষণীয় করে তুলেছে তার ভক্তদের মাঝে। কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা তার রূপের প্রশংসা করেছে।
জান্নাতুর রহমান পাপ্পা নামে এক ভক্ত লিখেছে, ‘খুব মিষ্টি ফটো, শুভকামনা রইল বিজয় মাসে, বিজয় মাসের শুভেচ্ছা।’ আরেকজন বলেন, ‘মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে।’
অনেকেই আবার এ ছবি দেখে কটাক্ষ করেছেন। বাকি বিল্লাহ আকাশ নামে একজন লিখেছেন, ‘ আমার দাদাদের কেরাশ ছিল এখন তো আমাদের কেরাশ,’।
আরও পড়ুন: নেতিবাচক চরিত্রে শবনম বুবলী
প্রসঙ্গত, দিলারা হানিফ পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন।
সুন্দর চেহারার অধিকারিণী জনপ্রিয় এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন।
এসডি/