বিয়ের জন্য কেমন পাত্র চান, জানালেন ইয়ামিন হক ববি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:৪০ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪


বিয়ের জন্য কেমন পাত্র চান, জানালেন  ইয়ামিন হক ববি
ছবি সংগৃহীত

ঢাকাই সিনামর জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে পথচলা এই অভিনেত্রীর। 

পথচলাটা মডেলিং দিয়ে  শুরু হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায়। তবে এর বাইরেও অভিনেত্রী ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে ভক্ত-অনুরাগীদের, বিশেষ করে, নায়কার বিয়ে নিয়ে। 


আরও পড়ুন: পুকুর পাড়ে মিষ্টি হাসিতে নজর কাড়লেন পূর্ণিমা


বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে গণমাধ্যমে বহুবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন ববি। ইয়ামিন হক ববি মাসকয়েক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বর পেলেই নাকি বিয়ে করবেন অভিনেত্রী। এবার জানা গেল, বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান তিনি ‍ুৃ


সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে অভিনেত্রীকে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কথা বলতে শোনা যায়। ববির কাছ থেকে প্রাপ্য ভালোবাসা ঠিক কাদের জন্য বরাদ্দ, সেটিও বলেছেন অকপটে। নায়িকার কথায়, ‘আমার আসলে সবচাইতে বেশি ভালোবাসা বাবার জন্য। ওইটার থেকে কেউ বেশি পেয়েছ কিনা আমি জানি না, তারপর হচ্ছে আমার কাজ। এরপর জায়গা করে নিয়েছে আমার দুই বোনের চার সন্তান। এরাই আমার ট্রু লাভ।’


একপর্যায়ে বিয়ে প্রসঙ্গ নিয়ে আলাপে আসেন ইয়ামিন হক ববি। বিয়ের জন্য পাত্র হিসেবে কেমন মানুষ চান, এমনটাই জানিয়ে অভিনেত্রী। নয়কার কথায়, ‘প্রথমত তাকে মানুষ হতে হবে, তার মধ্যে মানুষ্যবোধটা থাকতে হবে। আমার প্রাধান্য দেবে, আমাকে বুঝবে। গায়ের রং নিয়ে আপত্তি নেই। আমি এটা নিয়ে কখনও আপত্তি করি না, এটা খুবই অপছন্দ। যখন জিজ্ঞাসা করে, ‘সাদা-কালো’ বিষয়টা খুব অপছন্দ করি। আমার একটু লম্বা মানুষ পছন্দ, আমার বাবাও লম্বা ছিলেন।’


আরও পড়ুন: ছেলেকে নিয়ে বিজয়ের সাজে শবনম বুবলী


উল্লেখ্য, কিছুদিন আগেই কে এ নিলয় পরিচালিত ‘বউ’ নামে একটি সিনেমায় যুক্ত হওয়ার খবর জানান ইয়ামিন হক ববি। এরপর ‘তছনছ’ নামে একটি নতুন ছবিতে কাজ করছেন বলেও শোনা যাচ্ছে। ক্যারিয়ার নিয়ে এখন যে অনেকটাই ফোকাসড রয়েছেন এই নায়িকা তা বোঝা যাচ্ছে। পর পর দুটি ছবিতে কাজ করায় ক্যারিয়ারে তিনি ঘুরে দাঁড়াবেন বলে গণমাধ্যমে সম্প্রতি আশাবাদ ব্যক্ত করেন ইয়ামিন হক ববি।


এসডি/