একই স্থানে ১১ ভারতীয়র মরদেহ উদ্ধার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৪


একই স্থানে ১১ ভারতীয়র মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

জর্জিয়ার গুডাউরি স্কি রিসোর্টে ১২ জনের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃতদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক এবং একজন জর্জিয়ান। মৃতদেহগুলো একটি ভবনের দ্বিতীয় তলায়, একটি ভারতীয় রেস্তোরাঁর ওপরে পাওয়া যায়। নিহত ১১ জন ভারতীয়ই ভারতীয় এক রেস্তোরাঁয় কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। জর্জিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


জর্জিয়ার গণমাধ্যম জানায়, রাজধানী টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতোমধ্যে বিবৃতি দিয়ে গভীর শোক জানিয়েছে।


আরও পড়ুন: সর্বকালের সর্বনিম্নে নেমেছে ভারতীয় রুপির মান


বিবৃতিতে বলা হয়, টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস গুদাউরিতে ১১ জন ভারতীয় নাগরিকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ। তাদের পরিবারের জন্য রইলো আমাদের গভীর সমবেদনা। স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে আমরা বর্তমানে মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা যায়।


ককেশাস পর্বতমালার দক্ষিণের শহর গুদাউরি স্কি করার জন্য বিখ্যাত। সেই রিসোর্টের একটি ভারতীয় খাবারের রেস্টুরেন্টে কাজ করতেন নিহত ভারতীয়রা।


আরও পড়ুন: হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের


সোমবার জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রেস্টুরেন্টের তৃতীয় তলার একটি ডরমিটরিতে নিহতদের মরদেহ পাওয়া যায়। তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পাশের আরেকটি ঘরে একটি জেনারেটর চলছিল বলে জানায় পুলিশ। পুলিশ এখনও মৃত্যুর কারণের বিষয়ে নিশ্চিত না হতে পারলেও, রেস্টুরেন্টের কর্মচারীদের ধারণা, জেনারেটর থেকে বেরোনো কার্বন মনোক্সাইডের ধোঁয়ার কারণেই প্রাণ হারিয়েছেন এই ১২ জন।


বিগত কয়েক বছরে বহু ভারতীয় জর্জিয়ায় এসেছেন উচ্চশিক্ষা লাভের জন্য, যাদের মধ্যে অনেকেই পড়াশোনার পাশাপাশি কাজও করেন।


এমএল/