জাতির স্বার্থে আরেকটু ধৈর্য ধরার জন্য প্রস্তুত

আমরা যেন তেন নির্বাচন চাই না: জামায়াত আমির


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:২০ অপরাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৪


আমরা যেন তেন নির্বাচন চাই না: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

আমাদের মধ্যে গদিতে বসার অস্থিরতা নেই, যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হবে। গদিতে বসার জন্য যেন তেন নির্বাচন চাই না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। 


শুক্রবা (২০ ডিসেম্বর) দক্ষিন কেরানীগঞ্জের ইকুরিয়া স্কুল মাঠে সংগঠনটির ঢাকা জেলা কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত হয়ে তিনি আরর বলেন, আল্লাহ যদি এই গদি আমাদের দান করেন। এটি বিরাট এক পরীক্ষা হয়ে বোঝা হিসেবে ঘাড়ে আসবে। সুতরাং গদি কোন সুখের জিনিস নয়। গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয়। সাড়ে ১৭ বছরে এমন জঞ্জাল সৃষ্টি হয়েছে যে, যেটা পরিচ্ছন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোন ভাবেই সম্ভব নয়।  আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। 


আরও পড়ুন: স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার তাগিদ


জামায়াতের আমির বলেন, এই সরকারের কেউ যদি রাজনীতি করতে চান, যদি কোন দলে যুক্ত হতে চান। তাহলে তাদের দ্বায়িত্ব হবে এই সরকার থেকে সরে যাওয়া। তারা সরকার থেকে সরে গিয়ে দল গঠন করলেই সেটি হবে সবচেয়ে ভালো। আমাদের জিজ্ঞেসা করা হয়েছে আপনারা কখন নির্বাচন চান? আমরা বলেছি আমরা তো সাড়ে সতেরো বছর ধৈর্য ধরেছি, জাতির স্বার্থে আরেকটু ধৈর্য ধরার জন্যও আমরা প্রস্তুত আছি। 


কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের ঢাকা অঞ্চল দক্ষিণ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও পরিচালক সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির নুরুল ইয়লাম বুলবুল, ঢাকা মহানগর উত্তর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাহবুবুর রহমান মাহবুবসহ আগত অতিথিবৃন্দ। 


এমএল/