Logo

কেউ যেন ইসলামিক দলের মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে

profile picture
জনবাণী ডেস্ক
২৯ ডিসেম্বর, ২০২৪, ২৪:৩৯
42Shares
কেউ যেন ইসলামিক দলের মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে
ছবি: সংগৃহীত

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না আমরা বিশ্বাস করি

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আর যেন ইসলামিক দলগুলোর মাথার ওপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের দ্বাদশ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় জামায়াতে আমির বলেন, ঐক্যের কোনো বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না আমরা বিশ্বাস করি।

তিনি বলেন, বিপ্লবের পরে ইসলামিক দলগুলো পাহারাদারের কাজ করেছে। দেশে নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে, তাহলে মন্দিরেও যেন পাহারা না দিতে হয়। সবাই যে যার মতো স্বাধীনভাবে ধর্ম পালন করবে।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, সামনের বাংলাদেশ চলবে চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে। ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ তাদের দক্ষ হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গত দেড় দশকে দেশের আলেম সমাজ ইতিহাসের সবচেয়ে বেশি অন্যায়ভাবে আক্রোশের শিকার হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলাম ছাড়াও খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে বিএনপি, এবি পার্টি, ইসলামি আন্দোলনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD