প্রাণিসম্পদ অধিদপ্তরে ১১৫ পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ১১৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) একটি জাতীয় দৈনিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
১৬তম গ্রেডে সর্ব সাকুল্যে মাসিক ৩০,০০০ টাকা বেতনে ড্রাইভার পদে ১১৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন পত্রে কুরিয়ার বা ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদনকারীর বয়স ১২ জানুয়ারি ২০২৫ তারিখে ১৮ থেকে সর্ব্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
আরও পড়ুন: সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে চিকিৎসকদের অবরোধ অব্যাহত
আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণি পাস হতে হবে। সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা, দিকনির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে।
পূর্ণ প্রতিবেদন, সময়সূচি ও গাড়ির লগবুক পূরণ করার সক্ষমতা থাকতে হবে। বিআরটিএ কর্তৃক প্রদত্ত নূন্যতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে।
আরও পড়ুন: তদন্তের স্বার্থে কিছু আলামত বিদেশে পাঠানো হবে
কোন সরকারি/ বেসরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত/ বৃহৎশিল্প/ বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোসহ রক্ষণাবেক্ষণ কাজে নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে (ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর উল্লেখিত প্রতিষ্ঠানের কর্মকাল অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য হবে)। ব্যক্তিগত গাড়িচালক হিসেবে দাখিল করা অভিজ্ঞতার সনদ গ্রহণযোগ্য নয়।
এমএল/