কাজিপুরের সাবেক মেয়রকে কুপিয়ে জখম, এক বছর পর মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৯ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার মেয়রকে কুপিয়ে জখম ও মারপিট করার এক বছর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে। হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে চুড়ান্ত প্রতিবেদনও দাখিল করা হয়েছে। মামলাটি হত্যা মামলা হিসেবে অন্তর্ভূক্তকরনসহ দোষীদের শাস্তি দাবী জানিয়েছেন স্বজনরা।
মামলা সুত্র জানা যায়, আওয়ামীলীগের একদল উশৃংখল প্রকৃতির সন্ত্রাসীদের নানা অপকর্মের প্রতিবাদ করায় কাজিপুরের সাবেক মেয়র নিজাম উদ্দিনের সাথে সন্ত্রাসীদের দ্বন্ধ হয়। দ্বন্ধের জেরে গত বছরের ২৯ নভেম্বর রাত সোয়া সাতটার দিকে আওয়ামীলীগ নেতা সন্ত্রাসী তাসির উদ্দিন তাসু, কুড়ান, বাপ্পী, রাজু, তৌহিদ ফিরোজ, রবি, এরশাদ, রাশেদুল ও লিমন সশস্ত্র পৌর মেয়র নিজাম উদ্দিনের বাড়ীতে হামলায় চালায় এবং পৌর মেয়কে মাথায় কুপিয়ে হাড়কাটা, দুই হাতে কুপিয়ে হাড় ভেঙ্গে ফেলে এবং হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যাপক মারধর করে মৃত ভেবে বাড়ীর পাশে কলার বাগানের মধ্যে ফেলে রাখে যায়।
একই সাথে বাড়ী থেকে ১৪ ভরি স্বর্নসহ নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুত্বর অবস্থায় পৌর মেয়রকে প্রথমে সিরাজগঞ্জ ও পরে ঢাকা নিয়ে যায়। এ ঘটনায় মেয়রের ভাতিজা নাজমুল হক কাজিপুর থানায় মামলা করলে ডিবি পুলিশ তদন্ত শেষে ২০২৪ সালের ৫ মে আদালতে বাপ্পী নামে একজনকে বাদ দিয়ে চার্জশীট প্রদান করেন। নাম বাদ দেয়ায় বাদী নারাজী দিলে আদালতে পুনরায় পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এ অবস্থায় ২০২৪ সালের ২৫ ডিস্মেবর ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৌর মেয়র নিজাম উদ্দিন মারা যান।
নিজাম উদ্দিনের স্ত্রী সেলিনা পারভীন শেলি জানান, আমার স্বামীকে কুপিয়ে ও মারপিট করে এমনভাবে আহত করেছে যে দীর্ঘদিন হাসপাতাল এবং বাড়ীতে চিকিৎসা নেয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৫ ডিসেম্বর মারা যায়। তিনি স্বামীর উপর হামলাকারী ও হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়েছেন।
মেয়রের ছোট ভাই জাহাঙ্গীর আলম জানান, হামলার কারনে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। মামলাটি হত্যা মামলা হিসেবে অন্তভুক্ত করার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। একই সাথে দ্রুত হত্যাকারীদের বিচার সম্পন্নের দাবী করছি।
মামলার পুন:তদন্তের দায়িত্বপ্রাপ্ত পিবিআইয়ের উপ-পরিদর্শক মো. সোহরাব আলী জানান, আসামীকে কেন বাদ হয়েছে বিষয়টি তদন্ত চলছে। তবে আহত নিজাম উদ্দিন যে মারা গেছে বিষয়টি এখনো পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। যদি হামলার কারনে মারা যায় তবে সে বিষয়ে তদন্ত করা হবে।
আরএক্স/