৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, ধর্ষক পালাতক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫২ পিএম, ৫ই জানুয়ারী ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় ঘর থেকে তুলে নিয়ে ৫ বছরের শিশু অরিফা (৫) কে ধর্ষণের ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার ও ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন
শনিবার (৪ জানুয়ারি) রাত আটটায় ওই শিশুকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। তবে এ ঘটনায় এখনো ধর্ষক কাশেম (৩৫) কে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের মাহবুব গাজীর বাড়িতে কাশেম মাছের গেরে শ্রমিকের কাজ করে। শুক্রবার ভোররাত চারটার দিকে প্রতিবেশী ওই শিশুকে ঘুমন্ত অবস্থায় তার মায়ের পাশ থেকে নিয়ে আসে কাসেম। ওই শিশুর মা শাহিনুর শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় সে বিষয়টি বুঝতে পারেনি। পরে ওই শিশুকে পার্শ্ববর্তী মাছের গেরে নিয়ে ধর্ষণ করে। হঠাৎ ঘুম ভেঙ্গে মা সন্তানকে না দেখে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন এসে খোঁজাখুঁজি করে দেখে রাস্তার উপর দাঁড়িয়ে আছে। দিনভর ব্লাডিং এর কারণে সন্ধ্যায় ওই শিশুর শরীর নিস্তেজ হয়ে পড়লে রাত আটটার দিকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ ঘটনাস্থানে গেলে ঘের মালিক মাহবুব গাজী ধর্ষক কাশেমকে নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনে আদীবাসীদের অন্তর্ভূক্তিমূলক সেমিনার
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের সদস্যরা। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তারেক রহমানের সহযোগিতায় মাথা গোজার ঠাই পেলেন পিরোজপুরের শাহীনুর

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারির অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত

বাকেরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে রক্তের গ্রুপ ভুল নির্ণয়, প্রসূতির চিকিৎসায় অবহেলার অভিযোগ

ভোলায় খসে পড়ছে শতবর্ষী মাদ্রাসার ছাদ, ব্যাহত পাঠদান
