জয়দেবপুর কিচেন মার্কেটের উদ্বোধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫
দীর্ঘ এক যুগ পর গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্র বৃহত্তর জয়দেবপুর কিচেন মার্কট (পুরাতন মাছ বাজার) উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুন: জুলাই-আগস্ট রেভ্যুলেশন ধারণ করেই কাজ করছি: গাজীপুরে পুলিশ সুপার
রবিবার (৫ জানুয়ারি) বিকালে উদ্বোধন অনুষ্ঠানে জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানার সভাপতিত্বে এবং তরিকা আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার। বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন, জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন খান, মো. আক্তারুজ্জামান, বাবুল হোসেন চৌধুরী, কৃষক দলের সাবেক সভাপতি বেনজির আহমেদ, জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক বাবুল হোসেন খান, হযরত আলী মোল্লা, মাছ বাজার কমিটির সাবেক সভাপতি শ্রী টিটন চন্দ্র দাস টিটু, শ্রী গোপাল চন্দ্র দাস প্রমুখ।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর ছাবিহা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ইউনুছ সাইফি।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জয়দেবপুর বাজার আধুনিক কিচেন মার্কেট উদ্বোধনের মধ্য দিয়ে ব্যবসায়ী ও গ্রাহকের ব্যাপক কল্যাণ সাধিত হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরের অপহৃত ১৬ মাসের শিশু উদ্ধার, গ্রাফতার ১
উল্লেখ্য, ১৮ হাজার ৬০০ বর্গফুট জায়গার ওপর নির্মিত এই মার্কেটের নিচতলায় থাকবে মাছ, তরকারি ও অন্যান্য দোকান। দোতলায় থাকবে শপিং মল। মার্কেটে রয়েছে উন্নত ড্রেনেজ ব্যবস্থা।
এসডি/