Logo

দুইশ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু

profile picture
জনবাণী ডেস্ক
১২ জানুয়ারী, ২০২৫, ০৫:১২
27Shares
দুইশ আসন পেলেও একা সরকার গঠন করবে না বিএনপি: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপিসহ ৪২টি দল মিলেই ৩১ দফা করা হয়েছে

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দুইশ আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আমীর খসরু বলেন, বিএনপিসহ ৪২টি দল মিলেই ৩১ দফা করা হয়েছে। দুইশ আসনে বিজয়ী হলেও বিএনপি একা সরকার গঠন করবে না। কারণ, জাতীয় সরকারের মাধ্যমেই এই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচার পতন পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে, এমন চিন্তা থেকেই বিএনপি ৩১ দফা দিয়েছে। আমরা কয়েক বছর ধরে রাষ্ট্র কাঠামো ঠিক করতে কাজ করছি। এ সময় অন্য দেশ সাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কখনও সাম্প্রদায়িক হবে না।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জিয়াউর রহমানের মেধাবৃত্তিক রাজনীতির পথেই হাঁটছে বিএনপি, তারা তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায়। আগামীর বাংলাদেশে তরুণদের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD