দেশপ্রেমের কথা বলে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠকে করছে: চরমোনাই পীর

দেশপ্রেমের দাবি তুললেও পর্দার আড়ালে বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে একটি রাজনৈতিক গোষ্ঠী— এমন অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তার দাবি, ইসলাম ও দেশপ্রেমের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, অথচ বাস্তবে তারা বিদেশিদের সঙ্গে গোপন বৈঠকে লিপ্ত।
বিজ্ঞাপন
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুন্সীগঞ্জ-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের সমর্থনে সভাটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে চরমোনাই পীর বলেন, বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই একা নয়; বরং যারা নানা কৌশলে রাজনীতি করছে তারাই জনসমর্থন হারিয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের স্বার্থ রক্ষার প্রশ্নে ইসলামী আন্দোলন দৃঢ় অবস্থানে আছে, কিন্তু কিছু দল দেশপ্রেমের কথা বললেও বাস্তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন যোগাযোগ করছে।
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর একটি সুবিধাবাদী গোষ্ঠী এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। এ লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও কৌশল অবলম্বন করেছে। যারা ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করছে, তারা আদতে শরিয়াভিত্তিক রাষ্ট্র পরিচালনার পক্ষে নয় বলেও মন্তব্য করেন তিনি।
তার দাবি, এসব কর্মকাণ্ডের কারণে জনগণের আস্থা হারিয়ে ওই দলগুলো ইসলাম থেকে দূরে সরে গেছে। ফলে ধর্মপ্রাণ মানুষ এখন ইসলামী আন্দোলনের পাশে এসে দাঁড়াচ্ছে।
বিজ্ঞাপন
চরমোনাই পীর আরও বলেন, আমাদের সঙ্গে আরও যে ইসলামী দলগুলো ছিল তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছেন। মানে তাদের আটকালো আর আমাদের বের করলো।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি দলীয় প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের পক্ষে ভোট চেয়ে বলেন, জনগণের অধিকার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনকে বিজয়ী করতে হবে।








