একই অপরাধে সাধারণ মানুষ ও প্রধানমন্ত্রীর একই বিচার হবে

আইনের চোখে সবাই সমান— এমন রাষ্ট্রব্যবস্থা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অপরাধ করলে সাধারণ মানুষ যেমন বিচার পাবেন, প্রধানমন্ত্রীও একই অপরাধ করলে একই আইনে বিচারের মুখোমুখি হবেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সেই বিচারটাই আমরা কায়েম করতে চাই। আর এরকম বিচার কায়েমের ঘোষণা করলে তখন প্রথম দিন থেকে শতকরা ৯০ ভাগ অপরাধ বাতাসে মিলিয়ে যাবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
ডা. শফিকুর রহমান বলেন, দেশে দ্বৈত বিচার ব্যবস্থা চলতে পারে না। কারও জন্য আলাদা সুবিধা, আবার কারও জন্য কঠোর শাস্তি— এমন বৈষম্যমূলক আইন মেনে নেওয়া হবে না। একই অপরাধে সবার জন্য একই বিচার নিশ্চিত করতে চাই। এখানে কারও জন্য বিশেষ সুবিধা থাকবে না।
তার দাবি, ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা কার্যকর হলে অপরাধ অনেকাংশে কমে যাবে। মানুষ জানবে— অপরাধ করলে রেহাই নেই, সে যত বড় ক্ষমতাধরই হোক।
বক্তব্যে সিরাজগঞ্জের স্থানীয় সমস্যা নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে জেলাটি এখনও পিছিয়ে রয়েছে। সুযোগ পেলে এসব খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
বিজ্ঞাপন
এছাড়া যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। জনগণের মৌলিক অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথাও উল্লেখ করেন।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং অতীতে নিহতদের বিচার নিশ্চিত করার অঙ্গীকার। গণভোটের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব হবে।
বিজ্ঞাপন
তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।








