Logo

ভোটের দিন ফজরের নামাজ পড়ে কেন্দ্র পাহারা দিবেন: হাসনাত

profile picture
জেলা প্রতিনিধি
পটুয়াখালী
২৪ জানুয়ারি, ২০২৬, ২০:৫৫
ভোটের দিন ফজরের নামাজ পড়ে কেন্দ্র পাহারা দিবেন: হাসনাত
ছবি: সংগৃহীত

ভোটের দিন ভোর থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ফজরের নামাজ আদায় করে কেন্দ্রেই অবস্থান নিবেন এবং ভোটের ফলাফল নিয়ে ঘরে ফিরবেন।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশটি ছিল পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত এবং ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের সমর্থনে।

হাসনাত আব্দুল্লাহ জানান, ভোটকেন্দ্র কোনোভাবেই চাঁদাবাজ বা টেন্ডারবাজদের দখলে যেতে দেওয়া হবে না। বিশেষ করে নারীদের সকালেই কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ভয় দেখাতে আসে, তারাই আসলে ভয় পেয়ে গেছে। আমরা সবাই মিলে কেন্দ্র পাহারা দেব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, শুধু নিজেদের ভোট নয়, অন্য কেউ বিরোধী মতের হলেও যেন নিরাপদে ভোট দিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাও জরুরি।

তরুণ প্রজন্মকে উদ্দেশ করে তিনি জানান, অতীতে নানা দমন-পীড়নেও তারা পিছিয়ে যায়নি। তাদের সাহস ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, নতুন প্রজন্ম আর অন্যায়ের কাছে নত হবে না।

তিনি বলেন, এই প্রজন্ম ভয় পায় না। কেউ যদি ভাবে পুলিশ বা শক্তি দেখিয়ে তাদের দমন করা যাবে, তাহলে সেটা বড় ভুল ধারণা।

বিজ্ঞাপন

পূর্ববর্তী নির্বাচনের উদাহরণ টেনে তিনি অভিযোগ করেন, অতীতে ভোটে অনিয়ম, প্রশাসনের অপব্যবহার এবং কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে। এসবের পুনরাবৃত্তি হলে তা মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

প্রশাসনের প্রতি ইঙ্গিত করে বলেন, ভবিষ্যতের নির্বাচন যেন গ্রহণযোগ্য ও স্বচ্ছ হয়, সেদিকে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ করতে হবে।

বিজ্ঞাপন

বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ একটি সমতা ও মর্যাদাভিত্তিক বাংলাদেশের কথা তুলে ধরেন। তার মতে, এমন রাষ্ট্রব্যবস্থা দরকার যেখানে মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, নাগরিকদের অধিকার রক্ষিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান মর্যাদা পাবে।

সমাবেশে তিনি ১০ দলীয় জোটের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে ভোট চান। তাকে জাতীয় পর্যায়ের সম্পদ হিসেবে উল্লেখ করে নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান। সমাবেশে পটুয়াখালী জেলা জামায়াত, এনসিপি, বাংলাদেশ খেলাফতে মজলিস, এবি পার্টিসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD