Logo

এনসিপির নির্বাচনী থিম সং প্রকাশ, পদযাত্রা করবে ১২ দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৬, ২১:১৬
এনসিপির নির্বাচনী থিম সং প্রকাশ, পদযাত্রা করবে ১২ দিন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রচারে নতুন মাত্রা যোগ করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে একটি অফিসিয়াল থিম সং। ‘এনসিপিরে বরণ করো শাপলা কলির মালায়’ শিরোনামের গানটি ইতোমধ্যে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ তৈরি করেছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আয়োজিত ‘মাদুর পেতে থিম সং লঞ্চ’ শীর্ষক এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গানটি উন্মোচন করা হয়। ভিন্নধর্মী এই আয়োজনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এলাকায় প্রাণচাঞ্চল্য দেখা যায়।

দলীয় সূত্র জানায়, গানটির মাধ্যমে দলীয় প্রতীক ‘শাপলা কলি’কে সামনে এনে ভোটারদের কাছে নিজেদের রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নির্বাচনী প্রচারে সাংস্কৃতিক উপাদান যুক্ত করে সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

বিজ্ঞাপন

থিম সং প্রকাশের পাশাপাশি নির্বাচনী মাঠে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে ১২ দিনব্যাপী পদযাত্রার কর্মসূচিও ঘোষণা করেছে এনসিপি। এ কর্মসূচির মাধ্যমে দলটি শাপলা কলি প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি ১০ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে প্রচার চালাবে।

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম থেকে পদযাত্রা শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে দেশের ২৪টি জেলা সফর করে ৫ ফেব্রুয়ারি ঢাকায় এসে কর্মসূচির সমাপ্তি ঘটবে।

বিজ্ঞাপন

দলটির নেতারা মনে করছেন, এই পদযাত্রা ও সাংস্কৃতিক প্রচারণা ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD