Logo

জামায়াত আমিরের মধ্যে খোমেনি–মাহাথিরকে দেখছে জনগণ: ইরান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৬, ২২:০৮
জামায়াত আমিরের মধ্যে খোমেনি–মাহাথিরকে দেখছে জনগণ: ইরান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন আশার আলো দেখছে— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তার মতে, ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনি ও মালয়েশিয়ার আধুনিক রাষ্ট্রগঠনের কারিগর মাহাথির মোহাম্মদের মতো নেতৃত্বগুণ ডা. শফিকুর রহমানের মধ্যেও প্রতিফলিত হচ্ছে।

বিজ্ঞাপন

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এদিন আনুষ্ঠানিকভাবে জামায়াতের নেতৃত্বাধীন ১০-দলীয় জোটে যুক্ত হওয়ার ঘোষণা দেয় লেবার পার্টি।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি লেবার পার্টির শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশবাসী এখন একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা চায়। সেই ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার স্বপ্ন নিয়েই তারা জামায়াতের নেতৃত্বে পথচলা শুরু করেছেন। ডা. শফিকুর রহমানের বক্তব্য, রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত আচরণ সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতি আজ এমন একজন নেতৃত্ব প্রত্যাশা করছে, যিনি খোমেনি বা মাহাথিরের মতো সাহসী ও মানবিক। আমাদের বিশ্বাস, ডা. শফিকুর রহমান সেই প্রত্যাশার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছেন।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, এই অনুপ্রেরণার জায়গা থেকেই তাদের দল জামায়াতের নেতৃত্বাধীন জোটে শরিক হয়েছে। তারা কেবল রাজনৈতিক সুবিধার জন্য নয়, আদর্শ ও নীতির প্রশ্নে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা একজন সহযোদ্ধা হিসেবে এই আন্দোলনে যুক্ত হয়েছি। আজ থেকেই আমাদের নতুন যাত্রা শুরু।

বিজ্ঞাপন

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ইরান বলেন, দীর্ঘদিন ধরে দেশে যে দুঃশাসন, আধিপত্যবাদ ও কর্তৃত্ববাদী রাজনীতি চলে আসছে, তা থেকে মুক্তি চায় জনগণ। কেবল ক্ষমতার হাতবদল হলে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। প্রয়োজন অর্থবহ ও কাঠামোগত পরিবর্তন, যা মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রতিক আন্দোলনের প্রত্যাশা বাস্তবায়ন করবে।

তিনি দাবি করেন, লেবার পার্টি অতীতে প্রায় দুই দশক বিভিন্ন জোটে থেকে জামায়াতের সঙ্গে রাজনীতি করেছে এবং নীতি-নৈতিকতার প্রশ্নে তারা আপস করেনি। কোনো সুবিধা বা প্রলোভনের কাছে মাথা নত না করেই তারা বর্তমান জোটে যুক্ত হয়েছেন। এমনকি আসন পাওয়ার সম্ভাবনা না থাকলেও আদর্শিক অবস্থান থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিএনপির সমালোচনা করে মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করলেও সাম্প্রতিক সময়ে তাদের কর্মকাণ্ডে কর্তৃত্ববাদী প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে। এসব আচরণ গণতান্ত্রিক রাজনীতির জন্য শুভ নয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করলো বলে জানান তিনি।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD