ভারতে পালানোর সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী বেনাপোলে আটক
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:১৫ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৫

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধার পর যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন।
আরও পড়ুন: জমজমাট শার্শার বাগআঁচড়া বেলতলা কুলের বাজার
আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। চিকিৎসার জন্য সুস্মিতা পান্ডে বিকালে পাসপোর্টের মাধ্যমে ভারতে যাচ্ছিলেন।
ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ কালে তাকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসাবে স্বীকার করেন। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। আটককৃতরা মাগুরার সাতদোহা এলাকার স্বপন পান্ডের মেয়ে সুস্মিতা ও সত্যজিত পান্ডে। তাদের কে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমপ্লিট শাটডাউন’ প্রত্যাহার: বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ঝিনাইদহে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা

চার মাসে মামলা হ্রাস,আইনশৃঙ্খলায় সেনাবাহিনীর সুনির্দিষ্ট প্রভাব

বেনাপোল কাস্টমস হাউসে কমপ্লিট শাটডাউন, আমদানি-রপ্তানি বন্ধ
