মশার কামড়ে অসুস্থ সামান্থা


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৫


মশার কামড়ে অসুস্থ সামান্থা
সংগৃহীত ছবি

কিছু দিন আগেই অসুস্থ হয়েছিলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। আবারও অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এবার অভিসেত্রীকে কাবু করেছে মশাবাহিত রোগ চিকুনগুনিয়া। যার ফলে তার প্রতিটি জয়েন্ট অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা সামান্থার।


আরও পড়ুন: আজমীর শরীফে নামাজ পড়তে গিয়ে ভয়াবহ পরিস্থিতিতে শাহরুখ!


সামাজিক যোগাযোগ মাধ্যমের কে পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একেবারেই বিছানায় পড়ে গেছেন তিনি। টানা চিকিৎসাও চলছে তার। যদিও অসুস্থতার কারণে শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়লেও মন থেকে শক্ত আছেন বলেও জানিয়েছেন নায়কা।


অভিনেত্রী আরও জানান, চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিতই ওষুধ খাচ্ছেন তিনি। তার সঙ্গে নিতে বলা হয়েছে পর্যাপ্ত বিশ্রাম। আর ব্যথা কমাতে ‘রেড লাইট থেরাপি’ নিচ্ছেন। যেখানে এই বিশেষ চিকিৎসা পরিষেবা নিচ্ছেন, সেখান থেকে অভিনেত্রী একটি ছবি সিয়ার করে নিয়েছেন। লিখেছেন, ‘অস্থিসন্ধিগুলো আর আগের মতো নেই। সারা শরীরে খুবই ব্যথা।’


আরও পড়ুন: বিপদের মুখে রাশমিকা, বন্ধ হলো সিনেমার শুটিং


তার পাশাপাশি অভিনেত্রী এটাও জানিয়েছেন, শরীর থাকলে খারাপ হবেই। তা নিয়ে বিন্দুমাত্রও চিন্তিত নন তিনি। বরং সাময়িক শরীরচর্চা থেকে ছুটি পেয়ে বেশ খুশিই হয়েছেন। তাই বলে এমনভাবে বেশি দিন বসেও কাটাতে চান না তিনি,  দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে চান। 


এসডি/